শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মৃতদেহ সৎকারের জন্য পরিবারের পাশে দাঁড়ালেন রাজনগরের ওসি

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৫ এএম, ৪ মে ২০২০ সোমবার


মৃতদেহ ময়না তদন্তের পর শ্বশানে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই পরিবারের। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি। শনিবার সকালে রাজনগরের শাহাবাদ গ্রামের বছর ৩৫ এর যুবক তীর্থ বাউরি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। মৃতের ভাই কৈলাস বাউরি জানান আজ সকালে তার দাদা অসুস্থ হয়ে পড়েন। এরপর রাজনগর গ্রামীণ হাসপাতালে আনতে আনতে তার মৃত্যু হয় । কিন্তু এরপর দাদার ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য এবং  এরপর শ্বশানে নিয়ে গিয়ে মৃতদেহ  সৎকার্য করার জন্য গাড়ি ভাড়ার প্রয়োজন হয়। কিন্তু গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই বলে জানান মৃতের ওই দরিদ্র পরিবার। বিষয়টি রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি জানতে পেরে গাড়ি ভাড়া ঠিক করে দেন। পুলিশের এই মানবিক মুখ দেখতে পেয়ে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা