শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অসহায় মানুষের পাশে হিউমেন ওয়েলফেয়ার সোসাইটির

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৯ এএম, ৩ মে ২০২০ রোববার

নীচের ছবিতে অসহায় মানুষের মধ্যে খাদ্যের সামগ্রী বণ্টন করচ্ছেন হিউমেন ওয়েলফেয়ার সোসাইটি

নীচের ছবিতে অসহায় মানুষের মধ্যে খাদ্যের সামগ্রী বণ্টন করচ্ছেন হিউমেন ওয়েলফেয়ার সোসাইটি

অসম প্রতিনিধি

গ্রামাঞ্চলে সামাজিক দুরত্ব বজায় রাখার ওপর অধিক গুরুত্ব দিল আলগাপুরের বেসরকারি সংস্থা হিউমেন ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার পক্ষ থেকে শনিবার স্থায়ী এলাকায় কাপনারপার , চিপরসাঙ্গন,চণ্ডিপুর , বড়নগদ এই সমস্ত এলাকায় প্রায় দুইশত দুস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা সংস্থার তরফে। ত্রাণ বিতরণের পাশাপাশি ত্রাণ নিতে দুস্ত মানুষকে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার উপর বিশেষ পরামর্শ দেন  সাধারণ সম্পাদন আব্দুল আজিম বড়ভুইয়া, ইমদাদুর রাহমান লস্কর,মুস্তাফিজ আহমেদ চৌধূরী,আলী আহমদ লস্কর,জাইদুর রাহমান লং,দুরাদ আহমেদ মজুমদার প্রমুখ। সংস্থার কর্মকর্তারা  বলেন যে যদি পবিত্র রমজান মাসের ঈদের পূর্বে লকডাউন না খুলে আবার ও ঈদের সামগ্রী বন্ঠন করা হবে আশ্বাস দেন। এদিন সংস্থার কর্মকর্তারা সাংবাদিকের কাছে বলেন লকডাউনে যদি সম্ভভ হয় অনেকটা সরকারী কাজ যেমন- জব কার্ড়, এমজিএনরেগার, পিএমএওয়াই, পঞ্চায়েত স্তরের কাজ গুলা অতিসত্তর শুরু হয়ে গেলে  দুরত্ব বজায় রেখে কাজ ও যেমন হবে তেমনি অনেক দীন মজুর মজুরী দিয়ে ওদের পরিবারকে চালিয়ে যেতে সক্ষম হবে বলে জেলাশাসকের কাছে দাবি জানান সংস্থার কর্মকর্তারা।