শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব ম্যালেরিয়া দিবসে চাবাগানে সচেতনতা

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার

- বিশ্ব ম্যালেরিয়া দিবসে চাবাগানে সচেতনতা। 
সংবাদদাতা,মালবাজার,২৫ এপ্রিল।শনিবার ছিল  বিশ্ব ম্যালেরিয়া দিবস।  শনিবার এই দিনটি সচেতনতার শিবিরের মধ্য দিয়ে পালিত হল মাল ব্লকের  লিস রিভার চাবাগানে। 
লিস রিভার চাবাগানের হাসপাতালের সামনে এই দিন টি পালন করেন আশা কর্মিরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য শ্রীমতি ইন্দিরা খেস, মেডিকেল অফিসার ডক্টর ডি এস ত্রিবেদী, এবং ওয়েলফেয়ার অফিসার রাহুল সর্মা মহাশয়। 
ম্যালেরিয়া হাত থেকে মানুষকে কি ভাব বাচতে হবে তা বোঝান স্বাস্থ্য কর্মি এবং চিকিৎসক।  বর্তমানে লক ডাউনের জন্য মানুষজন বাড়িতেই থাকছে। তাই এই সময় বাড়ির আশেপাশে পরিস্কার রাখা প্রয়োজন। কোথাও যেন জল না জমে। এবং সেই জলে মশা না জন্মায়। বাড়িতে সবাইকে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে বলে চিকিৎসক জানায়।পাশাপাশি বর্তমান সময়ে মানুষকে করোনা ভাইরাস নিয়ে অবগত করা হয়।গ্রাম পঞ্চায়েত এবং চাবগান থেকে সব সময় কীটনাশক স্প্রে করা হচ্ছে সব জাগায়। তবে মানুষকে সব সময় সতর্ক থাকতে হবে। বিশ্ব ম্যালেরিয়া দিবসে এ নিয়ে আলোচনা হয়। লক ডাউনে জন্য লোক জন বেশি আসে নি। তবে যারাই এসেছিল সকলেই সামাজিক দুরত্ব মেনেই দারিয়েছিল বলে জানান ওয়েলফেয়ার অফিসার রাহুল সর্মা।