বীরভূম জেলার লোকপুর থানার পুলিশের উদ্যোগে রক্তদান শিবির
শেখ রিয়াজ উদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৩ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
বীরভূম জেলার লোকপুর থানার পুলিশের উদ্যোগে রক্তদান শিবির
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: করোনা ভাইরাসের আশঙ্কায়
মানুষ আজ বড় অসহায়-
এরি মাঝে বীরভূম পুলিশ
বন্ধু হিসেবে হয়েছে সহায়।
মা ও শিশুর সমস্যা দূরীকরণে
উদ্যোগী নাম মাতৃস্নেহ-
অসহায়,অভুক্ত পর নই কেহ।
মুমুর্ষ, থ্যালাসেমিয়ার সাহায্যে
থানায় থানায় চলছে রক্তদান-
বীরভূম পুলিশে করেছে প্রমাণ
মানুষের চেয়ে বড় কিছু নহে মহিয়ান।।---
হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে প্রশংসিত কাজ চলছে জেলা জুড়ে।
করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলছে লকডাউন,যার ফলে মানুষ গৃহবন্দি। মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাসের প্রাক্কালে রক্তের সংকট মোচনে জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় চলছে রক্তদান শিবির। সেই মোতাবেক আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় লোকপুর থানার নতুন ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সিউড়ি সদর হাসপাতাল থেকে ডঃ দীনবন্ধু বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট অনির্বাণ ব্যানার্জী প্রমুখ ব্যক্তিদের তত্ত্বাবধানে চলে রক্ত সংগ্রহের কাজ। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টরের পীযূষ কান্তি লায়েক,লোকপুর থানার ওসি রমেশ সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন। উল্লেখ্য সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা হয় রক্ত দাতা ও গ্রহীতা সকল কে।