গানে গানে করোনা সম্পর্কে সচেতনতা প্রচার বীরভূমের খয়রাশোল থানার
শেখ রিয়াজ উদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৯ এএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার
গানে গানে করোনা সম্পর্কে সচেতনতা প্রচার বীরভূমের খয়রাশোল থানার
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলছে লকডাউন,এই লকডাউন সফলতার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিত্যনতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই রকম আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রশোল থানার ব্যবস্থাপনায় ও রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সহযোগিতায় পাঁচড়া হাট প্রাঙ্গণে করোনা ভাইরাস প্রতিরোধে তথা সরকারি নির্দেশ মোতাবেক লকডাউন সহ অন্যান্য বিধিনিষেধ পালন করতে আহ্বান জানানো হয় গানের মাধ্যমে। অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন বেতার ও দূরদর্শন শিল্পী তথা রাজ্যপাল কর্তৃক চারনকবি স্বীকৃতি প্রাপ্ত নারায়ন কর্মকার তার স্বরচিত গান পরিবেশনের মাধ্যমে বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল থানার এ এস আই উদয় সাহা, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সভাপতি সেখ রিয়াজ উদ্দিন, সিভিক ভলিন্টিয়ার গোপিনাথ পাল সহ অন্যান্য সিভিক ভলিন্টিয়ারগন।