চাল ডাল কম দেওয়ার অভিযোগে শো-কজ অঙ্গনওয়াড়ি কর্মীকে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বীরভূমের রাজনগর ব্লকের আড়ালি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরস্বতী ঘোষকে চাল, ডাল ও আলু কম দেওয়ার অভিযোগে শোকজ করলেন সিডিপিও। বুধবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল , মুসুরি, আলু বিতরণ করা হচ্ছিল। অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরস্বতী ঘোষ প্রত্যেককে চাল, আলু ও মুসুরি পরিমাণে কম দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা ওই কেন্দ্রে বিক্ষোভ দেখান এবং রাজনগর থানা ও স্থানীয় বিডিওকে এব্যাপারে অভিযোগ জানানো হয়। এ নিয়ে উত্তেজনা দেখা যায়। ঘটনাস্থলে পৌছায় রাজনগর থানার পুলিশ। উপস্থিত হন বিডিও অলক মৌলিক, জয়েন্ট বিডিও শুভাশিস ভট্টাচার্য্য, সুপারভাইজার, পঞ্চায়েত সদস্য সেখ মানিক সহ সিডিপিও তন্ময় সাহা। বিক্ষোভের মধ্যে পড়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরস্বতী ঘোষ বিডিওর কাছে নিজের দোষ স্বীকার করেন। ঘটনার তদন্ত করে সিডিপিও ওই কর্মীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। ওই কর্মীকে সাসপেন্ড করা হবে বলেও জানান সিডিপিও তন্ময় সাহা। অপরদিকে অভিযুক্ত স্বরসতি ঘোষ জানিয়েছেন তিনি তাঁর উর্ধতন কতৃপক্ষের কাছ থেকে যে ওজন যন্ত্রটি পেয়েছেন সেটিতেই তিনি ওজন করে চাল আলু দিয়েছেন। ওই যন্ত্রটিতে কোন গোলযোগ আছে কি না জানেননা।