শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুধবারের বৈকালিক ঝড়ে ক্ষতি ওয়াশাবাড়ি এলাকায়

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

মালবাজার,

বুধবার বিকালের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার     ওয়াশাবাড়ী চা বাগান ও সংলগ্ন কাঞ্চন বস্তীতে।বিকাল ৪টা নাগাদ এই ঝড় ওঠে   এই ঝড়ে চাবাগানের ব্যপক ক্ষতি হয়েছে।ঝড়ে বাগানের ছায়া গাছ ভেঙে পড়ে।গাছগুলি ভেঙে উপড়ে পরে চা গাছের উপর।এর ফলে ক্ষতি হয়েছে প্রচুর চা গাছের।বহু সুপারি গাছ ভেঙে পড়ে।   বাগানের বাদিন্দা ঘনশ্যাম গুপ্তা বলেন কয়েক মিনিটের  ঝড়ে সব কিছু লন্ডভন্ড করল চোখের সামনে।ব্যাপক ক্ষতি হয়েছে কাঞ্চন বস্তীতে।কিছু গাছ বাড়ীর উপর পড়েছে। কাঞ্চন বস্তীর প্রবীন বাদিন্দা সুখ বাহাদুর গজমীর জানান বেলা তিনটার সময় এই তুফানে বস্তীর অনেক ক্ষতি হয়েছে।বহু সুপারি গাছ ভেঙে পড়ে। সুপারি বিক্রি করে এখানকার মানুষের আয় হতো। কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়।    বাড়ী ক্ষতি ছাড়া  বিদ্যুতের তার ছিড়ে পড়েছে।এর ফলে ৫০ টির উপর ঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে লকডাউন থাকা সত্ত্বেও বিদ্যুৎ কর্মীরা মেরামতের কাজ শুরু করব। ক্ষয়ক্ষতির হিসাব চলছে।