স্বাস্থ্যবিধি মেনে ডুয়ার্সের চাবাগান গুলিতে কাজ চলছে
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩১ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
- স্বাস্থ্যবিধি মেনে ডুয়ার্সের চাবাগান গুলিতে কাজ চলছে।
সংবাদদাতা,মালবাজার,২০এপ্রিল। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে ডুয়ার্সের বিভিন্ন চাবাগানে কাজ শুরু চলছে।
লকডাউন ঘোষণার পর ডুয়ার্সের চাবাগান গুলিতে কাজকর্ম সব বন্ধ হয়ে যায়। চরম সমস্যায় পড়ে শ্রমিকরা। পাশাপাশি কাঁচা সবুজ পাতা নিয়মিত না তোলায় পাতা বেড়ে গিয়ে অগ্রহণযোগ্য হয়ে উঠছিল। এভাবে চলতে থাকলে চাবাগান গুলি বিরাট ক্ষতির মুখে পড়বে। এমন আশংকা তৈরি হওয়ায় সব দিক চিন্তাভাবনা করে সরকারি ভাবে ২৫ শতাংশ শ্রমিক দিয়ে চাবাগান গুলিকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে চাবাগান গুলিতে কাজ শুরু হয়। এক সপ্তাহ এভাবে চলার পর দেখা গেছে চাবাগান গুলিতে যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনেই শ্রমিক থেকে ম্যানেজার সবাই কাজ করছে। সোমবার মালবাজার শহর সংলগ্ন টুনবাড়ি চাবাগানে দেখা গেল সামাজিক দুরত্ব বজায় রেখেই মহিলা শ্রমিকরা পাতা তুলছে। কাজের আগে ও পরে সাবান ও জল দিয়ে হাত ধুচ্ছে। চাবাগান কর্তৃপক্ষ দিনে তিনবার এভাবে হাত ধোয়ার ব্যবস্থা করেছে
একই দৃশ্য দেখা গেল মিনগ্লাস, রানীচেরা, লিসরিভার, ডামডিম সোনগাছি, ইন্ডং সহ বিভিন্ন চাবাগানে স্বাস্থ্যবিধি মেনেই কাজ চলছে। ইন্ডং চাবাগানের ম্যানেজার রজত দেব বলেন, সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে। কাজের সময় যেমন সবাই সামাজিক দুরত্ব বজায় রাখছে তেমন ভাবে মজুরি নেওয়ার সময় বজায় রাখছে। নিয়মিত হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের বোঝাতে সবাই সচেতন ভাবে কাজ করছে।