বীরভূমের লোকপুর থানা পুলিশের টহল ও বারবার মাইকিং এর জন্য ব্যাঙ্কে
শেখ রিয়াজ উদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৯ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
বীরভূমের লোকপুর থানা পুলিশের টহল ও বারবার মাইকিং এর জন্য ব্যাঙ্কে স্বস্তির নিঃশ্বাস
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশ মোতাবেক চলছে লকডাউন, গৃহবন্দি থাকার আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষিত জনধন যোজনা ও উজালা গ্যাস সংযোগ প্রাপকদের অনুদানের কথা শোনা মাত্র ব্যাঙ্কে পড়ে যায় উপচে পড়া মানুষের ভিড়। সামাজিক দূরত্ব বজায় রাখার তোয়াক্কা না করেই অজানা এক গুজবে সকাল থেকে ব্যাঙ্কে ভিড় জমাচ্ছেন গ্রাহকদের একটা বড় অংশ। বীরভূম জেলার লোকপুর থানার ওসি রমেশ সাহা র বারবার টহলদারি এবং এস আই প্রশান্ত শিকদার এর মাইকিং ও ব্যাঙ্ক ম্যানেজারের নোটিশ মানুষকে সচেতন করতে, বলা হয় আপনাদের টাকা সুরক্ষিত এবং অনুদানের টাকা ও আপনার এ্যাকাউন্টে জমা থাকবে,ফেরত যাবে না। উক্ত কথা গুলো প্রশাসনের পক্ষ থেকে বারবার টহলদারি ও মাইকিং করার ফলে আজ ব্যাঙ্কে স্বস্তির নিঃশ্বাস বয়ে আনে, ভিড় ছিল হাতে গোনা।পর পর কয়েকদিন অস্বস্তি বোধ থেকে আজ স্বস্তি, সেই কথা এক সাক্ষাৎকারে জানান পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ম্যানেজার উল্লাস চ্যাটার্জি।