রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রত্যন্ত বনবস্তিতে রানা করা খাওয়ার খাওয়ালেন দুই স্বেচ্ছাসেবী

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৮ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার

 প্রত্যন্ত বনবস্তিতে রানা করা খাওয়ার খাওয়ালেন দুই স্বেচ্ছাসেবী সংস্থা।   
সংবাদদাতা,মালবাজার,১৯এপ্রিল। লকডাউন চলছে প্রত্যন্ত গ্রাম ও বনবস্তিতে কাজকর্ম নাই। চরম সমস্যার মধ্য দিয়ে চলছে মানুষ। এইরকম প্রত্যন্ত মানুষদের সাহায্যে এগিয়ে এলো দুই স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার মাল ব্লকের চেল নদীর ধারে আপালচাদ বনাঞ্চল সংলগ্ন মেচবস্তিতে প্রায় ১০০০ মানুষদের রান্না করা মাংস ভাত খাওয়ালেন শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া রাজীবমোর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ওদলাবাড়ির ন্যাচার এন্ড এডভেঞ্চার সোসাইটির কর্মীরা। ন্যাসের কো- অর্ডিনেটর নফসর আলি জানান, কয়েকদিন আগে আমরা এখানে এসে ত্রান দিয়েছিলাম। আজ পরিকল্পনা করে রান্নাকরা মাংসভাত খাওয়ালাম। পাশাপাশি এখানকার মানুষদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দিলাম। এদিন শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ উপস্থিত ছিলেন রাজু দাস, উত্তম মি, দিবস চাকি , রতন দেবনাথ এবং ওদলাবাড়ি রাশেল সরকার প্রমুখ।