পেপার হকারদের ত্রান দিল ফার্ম হাউস ও সাংবাদিকরা
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০২ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার
পেপার হকারদের ত্রান দিল ফার্ম হাউস ও সাংবাদিকরা।
সংবাদদাতা,মালবাজার,২০এপ্রিল।সকালে ঘুম থেকে উঠে সংবাদপত্রের পাতায় চোখ বোলানো আমাদের অভ্যাস। এই সংবাদপত্র আমাদের বাড়িতে সাতসকালে পৌঁছে দেয় সংবাদপত্র হকাররা। এরা সবাই অত্যন্ত সাধারণ শ্রেণির মানুষ। লকডাউনের সময় সংবাদপত্রের বিক্রি কমেছে। হকারদের পরিবারে সমস্যা হচ্ছে। এই হকারদের পাশে দাড়ালেন এক ফার্ম হাউসের মালিক ও মালবাজার শহরের সাংবাদিকরা। সোমবার সাতসকালে মালবাজার, চালসা, ওদলাবাড়ি এলাকার ৩০ জন হকারকে ত্রান সামগ্রী তুলে দেন বাতাবাড়ি এলাকার রহমান ফার্ম হাউসের মালিক সেখ জিয়াউর রহামান ও সাংবাদিক রাজেন প্রধান। শ্রী রহমান জানান, কয়েকজন সাংবাদিক আমাকে এই বিষয়ে অনুরোধ করেছিল। সাধ্যমতো চেষ্টা করেছি সাহায্য করতে।
রাজেন বাবু বলেন, যারা বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দেয়। তাদের বাড়িতে অভাব রয়েছে। এদের সাহায্যের জন্য রহমানবাবুকে অনুরোধ করেছিলাম। আজ উনি ও মালবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে হকারদের হাতে চাল, ডাল সোয়াবিন ও আনাজপাতি তুলে দেওয়া হয়।
এদিন স্থানীয় সাংবাদিকরা সবাই উপস্থিত ছিলেন।