স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে মাল মহকুমায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার
স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে মাল মহকুমায় স্কুলে চাল আলু দেওয়া হলো
সংবাদদাতা,মালবাজার,২০ এপ্রিল।মাল মহকুমা এলাকার এদিন সব স্কুলে মিডে মিলের ৩ কেজি চাল এবং ৩ কেজি আলু দেওয়া হলো । সোমবার এই দৃশ্য গোটা মহকুমা জুরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত দেখা গেল। স্কুলে যাতে অভিভাবক বা ছাত্রছাত্রীদের ভীড় না হয় সেই জন্য বিভ্য বিদ্যালয়ে বারান্দায় সারকেল করে গন্ডি কেটে দেওয়া হয়। তিন ফুট দুরত্ব বজায় রেখে এই গন্ডির মধ্যে থেকে অভিভাবক এবং ছাত্রছাত্রী মিড ডে মিলের চাল আলু নিয়েছে।
ওদলাবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক নিরুমোহন রায় বলেন, এদিন মিড ডে মিলের চাল, আলুর পাশাপাশি আয়রন ট্যাবলেটও দেওয়া হয়। , মিড ডে মিলের চাল এবং আলু দেওয়ার পাশাপাশি অভিভাবকদের কাছ থেকে মোবাইল নাম্বার নেওয়া হয়। কারন কিছু দিনের মধ্যেই ছাত্রছাত্রীদের অন লাইনের মাধ্যমে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়াশোনা করানো হবে। স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনা করাবে। ইতিমধ্যে ছাত্রছাত্রীদের ক্লাস নাইন থেকে ইলেভেন পর্যন্ত ক্লাসের অন লাইনে পড়াশুনা করাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ডামডিম যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদেশ বসু বলেন, এদিন স্কুলে যে সব অভিভাবকেরা মিড ডে মিল নিতে এসেছিলেন, তাদের প্রথমেই সাবান দিয়ে ভাল মত হাত ধুয়ে তবেই, মিড ডে মিলের লাইনে দাড়িয়ে একাধিক পয়েন্ট থেকে এই চাল আলু দেওয়া হয়। সবাইকে স্বাস্থ্য সচেতনতা বোঝান হয়।
এই রকম দৃশ্য সব স্কুলে দেখা গেছে।