মাল মহকুমা এলাকার বিভিন্ন প্রায় স্যানেটাইজিং শুরু
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার
মাল মহকুমা এলাকার বিভিন্ন প্রায় স্যানেটাইজিং শুরু।
সংবাদদাতা,মালবাজার,২০এপ্রিল।মাল মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে স্যানেটাইজিং শুরু হলো। সোমবার বাগ্রাকোট, লিসরিভার, ওয়াসাবাড়ি, ওদলাবাড়ি ডামডিম এলাকায় সেনেটাইজিং এর কাজ শুরু হয়।
করোনা ভাইরাসের আতঙ্কে জেরবার সাধারণ মানুষ। আর এই মানুষদের স্বস্থি দিতেই লিস রিভার চাবাগান বিভিন্ন এলাকায় এই ভাবেই স্প্রেরের মাধ্যমে সেনিটাইজিং এর কাজ করে চলেছে।
এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চান্দা কম্পানি এলাকার রাজেস ছেত্রী এবং ওদলাবাড়ির রিঙ্কু আগ্রায়ালা। এদিন প্রথমে বাগ্রাকোটের রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট সেনেটাইজিং করা হয়। এরপর চান্দা কম্পানি এলাকায় চলে সেনেটাইজিং এর প্রকৃয়া। দুপুরের নাগাদ ওদলাবাড়ি বাজার, হাসপাতাল চত্বর চলে সেনেটাইজিং। লিস রিভার চাবাগান ট্রাক্টারের সাহায্যে পাম্পের মাধ্যমে এই সেনেটাইজিং মেশিন তৈরি করেছে। আর এই মেশিন থেকেই বিভিন্ন এলাকায় সেনেটাইজিং করা হচ্ছে।
রাজেস ছেত্রী বলেন, যত দিন লক ডাউন থাকবে তত দিন রোটেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই ভাবেই চলবে সেনেটাইজিং এর কাজ।
এই ভাবে সেনেটাইজিং এর ফলে খুশি সাধারন মানুষ।