মাস্ক না পরে রাস্তায় বেরোলেই তাড়া করছে করোনা
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১৫ এএম, ১৯ এপ্রিল ২০২০ রোববার
মাস্ক না পরে রাজনগরের রাস্তায় বেরোলেই করোনা ভাইরাস তাড়া করে বেড়াচ্ছে রাজনগরে। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং রাজনগর থানার পক্ষ থেকে কিছু ব্যক্তিকে করোনা ভাইরাস সাজিয়ে রাজনগরের বিভিন্ন রাস্তায় ঘোরানো হচ্ছে এবং যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছে তাদের ভয় দেখানো হচ্ছে এভাবেই করোনা সমন্ধে সচেতন করা হচ্ছে জনগনকে।
রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জির পক্ষে রাজনগর থানার পুলিশ প্রতিনিয়ত মাস্ক পরে বাইরে বেরোনোর জন্য মাইকিং করছেন এবং জমায়েত যাতে না করেন সে বিষয়ে জনগনকে সচেতন করা হচ্ছে। মাস্ক না পরে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের এই করোনা ভাইরাসরুপি ব্যক্তিরা ভয় দেখিয়ে মাস্ক পড়ার জন্যে বলছেন। রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জী, পুলিশ আধিকারিক সন্তোষ কুমার জানা, সঞ্জয় ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা এই করোনা ভাইরাসরুপী ব্যাক্তিদের নিয়ে রাজনগরের বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে এইভাবেই জনগনকে ভয় দেখিয়ে সচেতন করলেন।