এগিয়ে এলো দুটি মহিলা মহাসংঘ
700 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
জব্বার আলী, ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
ইসলামপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের স্বনির্ভর সংঘের তরফে চলছে ত্রাণ বিলি কর্মসূচী। শনিবার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা দলঞ্চা মহিলা সংঘের তরফে মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের আটটি উপসঙ্ঘ পানিখোয়া, হাসকুন্ডা, বৈরতলা, মাটিকুন্ডা, পার মাটিকুন্ডা সহ বিভিন্ন এলাকায় তিনশতাধিক দুঃস্থ পরিবারের তালিকা তৈরি করে সেইসব পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন মাটিকুন্ডা দলঞ্চা মহিলা সংঘের সম্পাদিকা কল্পনা ব্যাপারী সহ সংঘের অন্যান্য সদস্যারা। চাল, আলু, তেল, ডাল, সোয়াবিন, সাবান সহ বিভিন্ন সামগ্রী দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয়। আগামীদিনে লকডাউনের সময়সীমা বর্ধিত হলেও দুঃস্থ সদস্যাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন সম্পাদিকা কল্পনা ব্যাপারী। অন্যদিকে এদিন খাদ্য সামগ্রীর পাশাপাশি নিজেদের হাতে তৈরি মাস্ক বিতরণ করলেন গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের গুঞ্জরিয়া শান্তি সংঘের সম্পাদিকা গীতা দাস। গীতাদেবী জানিয়েছেন, গুঞ্জরিয়া শান্তি সংঘের অধীনস্থ যেসমস্ত স্বনির্ভরগোষ্ঠীর দুঃস্থ মহিলা রয়েছে তাঁদের তালিকা করে প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হয়। খাদ্য সামগ্রীর পাশাপাশি দুঃস্থ মহিলাদের করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে নিজেদের হাতের তৈরি মাস্ক বিলি করা হয়। এছাড়াও লকডাউন আগামীতে বাড়লেও গীতা দেবীরা এনাদের পাশেই থাকবেন বলে দাবী করেছেন। পাশাপাশি লকডাউনের এই দুরবস্থার সময় সংঘকে পাশে পেয়ে খুবই খুশী এবং উপকৃত বোধ করছেন গোষ্ঠীর দুঃস্থ সদস্যারা।