মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার লড়াই কলেজ এবং স্কুল শিক্ষকদের
লিটন রাকীব
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৯ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার লড়াই কলেজ এবং স্কুল শিক্ষকদের
;করোনাভাইরাসের প্রকোপে ধুঁকছে গোটা বিশ্ব l পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। রাজ্য সরকার সর্তকতা জারির পাশাপাশি লক-ডাউনের সময়সীমাও পুনরায় বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। ফলস্বরূপ গরীব-দুঃস্থ, দিন আনা দিন খাওয়া মানুষজন চরম বিপাকে পড়েছেন l তাদের অসহায়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে l এমনই ভয়াবহ পরিস্থিতিতে দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ার বোয়ালিয়া অঞ্চলের মানুষদের পাশে এসে দাঁড়ালেন কলকাতার সিটি কলেজের অধ্যাপক মসিউর রহমান সরদার, গড়িয়া বরোদা প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সফিউর রহমান লস্কর। সহযোগীতার হাত বাড়িয়েছেন মৌলিনাথ চৌধুরী, অজিত কুমার নায়েক, নিরব দাস, জাকির লস্কর ,বাবুলাল লস্কর, রাজা মন্ডল, দিনার লস্কর, জয়নাল লস্কর, আব্বাস লস্কর ,প্রদিপ্ত গিরি,মারুফা লস্কর, সরোজ কুমার গায়েন, রাজা সেখ লস্কর,ফারুক লস্কর, পাপ্পু লস্কর,ড. সামসুল আলম,মৃনাল কান্তি মন্ডল,আজিজুর, রহিম সেখ, আইনুল খান, জাহাঙ্গীর সেখ,আক্তার, পল্টু, নাসির মন্ডল, লালন লস্কর,রুনু জানা প্রমুখ l
কয়েকদিন আগের মতো এদিনও ৩৫০টি পরিবারের হাতে চাল, আলু ও সরষের তেল তুলে দেন উদ্যোক্তারা l সামনেই রমজান মাস সেই উপলক্ষে আরো অনেক বেশি মানুষের হাতে খুব শীঘ্রই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিতে বদ্ধপরিকর তাঁরা । এই মাসের ২৩ তারিখে তাঁরা আবার এই দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে চায় l ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে চাই সহযোগিতার হাত। মানুষ মানুষের জন্য এইটুকু সহযোগিতার হাত কি পেতে পারে না! সকল ধরনের সহযোগিতার জন্য
প্রয়োজনে কথা বলুন ৯৮৩০৪৫৮৩৭৪