শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইংগু চাবাগানের আবাদি এলাকায় বিশাল কিংকোবরা উদ্ধার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার

 নববর্ষের দিন ডুয়ার্সের মেটেলি ব্লকে ইংগু চাবাগানের আবাদি এলাকা থেকে ১৪ ফুট লম্বা এক বিশাল কিংকোবরা উদ্ধার করে স্বর্পপ্রেমী সৈয়দ নয়িম বাবুন ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। 
জানাগেছে মঙ্গলবার সকালে চাবাগানের শ্রমিকরা ১৬ নম্বর আবাদি এলাকায় সাপটিকে দেখতে পেয়ে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়াডকে খবর দেয়। পাশাপাশি সাপ দেখি ভীড় হয়ে যায়। খবর পেয়ে বনকর্মীরা ডুয়ার্সের বিশিষ্ট স্বর্পপ্রেমী নাগরাকাটার বাসিন্দা সৈয়দ নয়িম বাবুনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে। 
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েয় বলেন, উদ্ধার করা সাপটি ১৪ ফুট লম্বা ছিল। ওটিকে বনাঞ্চলের ছেড়ে দেওয়া হয়েছে। 
উল্লেখ্য ওই চাবাগানে কয়েকদিন আগে এক শ্রমিক আবাস এলাকা থেকে আর একটি কিংকোবরা উদ্ধার করা হয়। বার বার কিংকোবরা উদ্ধার হওয়ায় ওই চাবাগানে আতংক ছড়িয়েছে।।