কবিতার মধ্য দিয়ে লকডাউন মেনে চলার অনুরোধ রাজনগরের কবি অমর মালির
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
স্বরচিত কবিতার মধ্য দিয়ে লকডাউন পালনের আহ্বান জানালেন রাজনগরের বিশিষ্ট কবি অমর মালি। দারিদ্র সীমার নিচে বাস করা এই কবির দিনযাপন করা এখন দুরূহ হলেও লকডাউন যথাযথভাবে মেনে চলছেন। লকডাউন এর ফলে সমস্যায় পড়তে হয়েছে তাঁকেও। দু'চারটে টিউশনি করেই স্বামী-স্ত্রীর কোনরকমে দিন গুজরান হয়। কিন্তু এখন সেটাও বন্ধ। ফলে এখন খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের। কিন্তু তা সত্বেও ষাটোর্ধ এই কবির কলম থেমে থাকেনি। একের পর এক কবিতা লিখে চলেছেন। রাজনগর থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ লকডাউন মেনে চলেন। কিন্তু তা সত্বেও মানুষ এখনও রাস্তা ঘাটে, দোকান বাজারে ভীড় জমাচ্ছেন।
তাই গৃহবন্দি অবস্থাতেই প্রবীণ কবি অমর মালি তার কবিতার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন, যাতে তারা বাড়ীর বাইরে না বের হন। কারণ করোনা-কে আমাদের হারাতেই হবে, আমরা জিতবই। অগাধ বিশ্বাসের সঙ্গে বললেন কবি অমর মালি।