লকডাউন উপেক্ষা করে বাইসন দেখতে ভিড় শেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু
দেবজ্যোতি মুখার্জী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
মালবাজার,
সাতসকালে লকডাউন উপেক্ষা করে বাইসন দেখতে হাজার মানুষের ভীড় জমে গেল। অবশেষে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করে বনে ছেরে দেয়। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের লুকসান চাবাগানে।
স্থানীয় ও বনকর্মীদের সুত্রে জানাগেছে, সোমবার খুব ভোরে তিনটি ইন্ডিয়ান গৌর বা বাইসন পাশের ডায়নার জংগল থেকে চাবাগানে প্রবেশ করে।দুটি ফিরে গেলও একটি চাবাগানের আবাদি এলাকায় দাপাদাপি শুরু করে। বাইসন দেখতে আস্তে আস্তে ভীড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন বিভাগের ডায়না রেঞ্জের বনকর্মীরা ও খুনিয়া বন্যপ্রান স্কোয়াডের কর্মীরা। ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ। কিন্তু, জনতা কারো কথাই কানে নেয় নি। সবাই ভীড় করতে শুরু করে। অবশেষে বেলা ১টা নাগাদ বনকর্মীরা অত্যন্ত তৎপরতার সাথে ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করে।
খুনিয়া বন্যপ্রান শাখার রেঞ্জার রাজকুমার লায়েক জানান, বেলা ১টা নাগাদ ঘুমপাড়ানি গুলিতে ওটা কাবু হয়। পরে বনবিভাগের গাড়িতে গরুমারা নিয়ে যাওয়া হয়েছে। বাইসনটি সুস্থ ও সবল দেহী ছিল।
বন বিভাগের থেকে জানাগেছে, পরে ওই বাইসনটিকে গরুমারা বনাঞ্চলের ভিতরে ছেরে দেওয়া হয়েছে।