সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেনা নিহতের ঘটনায় কলম্বিয়া সীমান্তে ভেনিজুয়েলার সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১১:১৩ এএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

সীমান্তে সেনা নিহতের ঘটনাকে কেন্দ্র করে কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে ভেনিজুয়েলা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো সোমবার এক বিবৃতিতে জানান যে, কলম্বিয়া সীমান্তে একটি কলম্বিয়ান আধা-সামরিক গোষ্ঠীর আক্রমণে তিন সপ্তাহে তিন ভেনেজুয়েলিয় সেনার মৃত্যুর পর এই সামরিক প্রহরা জোরদারের সিদ্ধান্ত গ্রহন করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়।

পাদ্রিনো দাবি করেন যে, নয়জন কলম্বিয় আধা-সামরিক বাহিনীর সদস্যকে আটকের জের ধরে ভেনিজুয়েলার সীমান্তবর্তী সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। তিনি আরো বলেন যে, এই আধা-সামরিক গষ্ঠীটি আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিবেশিসুলভ সম্পর্কের অবনতি ঘটাচ্ছে যার সর্বশেষ প্রচেষ্টা এই সেনা হত্যার ঘটনা। 

রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে পদ্রিনো বলেন, "আমরা যেখানেই আধা সামরিক বাহিনীর কোনো সদস্যকে খুঁজে পাবো সেখানেই তাদের প্রতিহত করা হবে। তিনি এই সশ্ত্র গোষ্ঠীর প্রতি আমেরিকার শান্তি বিঘ্নিত করার অপপ্রচেষ্টা না করে স্বত্তর সে অঞ্চল ত্যাগের হুশিয়ারি উচ্চারন করেন। 

তবে এই ঘটনার প্রেক্ষিতে সীমান্তে কত সেনা পাঠানো হয়েছে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী পাদ্রিনো।

২২০০ কিলোমিটার (১৩৬৭ মাইল) বিস্তৃত সীমান্ত অঞ্চলে ভেনিজুয়েলার সৈন্যদের সাথে সংঘটিত এই সব ঘটনা দু'দেশের কূটনৈতিক সম্পর্কে বিরুপ প্রভাব সৃষ্টির আশংকা বৃদ্ধি করবে বলে ধারনা করছেন দু'দেশের কুটনৈতিক বিশ্লেষকগন।

এদিকে ভেনিজুয়েলার বিরোধী দলের জনপ্রিয় রাজনেতা উইল এ হামলায় কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (এলএলএন) -র সংশ্লিষ্টার দাবি উত্থাপন করেন।

এই ঘটনায় কলম্বিয়া সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। 

 

- এস.খান