লকডাউনের ফলে বিপাকে ভ্যান রিকশা চালকরা
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৫ পিএম, ১২ এপ্রিল ২০২০ রোববার
লকডাউনের ফলে বিপাকে ভ্যান রিকশা চালকরা
লকডাউনের ফলে বিপাকে পড়েছেন ভ্যান, রিকশা চালকেরা। অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়াল বাম সংগঠনের সদস্যরা। মালদা ইংরেজবাজার শহরের শতাধিক অসংগঠিত শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তাঁরা। খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসংগঠিত শ্রমিকেরা। টানা লকডাউন চলছে সর্বত্র। করোনা মোকাবিলায় লকডাউনই হাতিয়ার বলে দাবি স্বাস্থ্য দফতরের। তবে লকডাউনে রুজি-রোজগার বন্ধ হয়ে গিয়েছে সাধারণ মানুষের। বিপাকে পড়েছেন দিনমজুর পরিবার গুলি। ইংরেজবাজার শহরে বহু রিকশা, ভ্যান চালক রয়েছেন। তাঁদের এখন নুন আন্তো পান্তা ফুরোনোর মতো অবস্থা। এমন অবস্থায় ওই শ্রমিকদের পাশে দাঁড়ালেন বামেদের শ্রমিক সংগঠন। এদিন ইংরেজবাজার শহরের রথবাড়িতে শতাধিক রিকশা, ভ্যান চালকের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন তুলে দেন তাঁরা।