জামাত যোগ 12 জনের
আত্মগোপনকারী দের উদ্ধার করলো জেলা পুলিশ
জব্বার আলী ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
নিজামুদ্দিন মারকাজের 12 আত্মগোপনকারী কে উদ্ধার দিল্লীর নিজামুদ্দিন মারকাজের ঘটনায় এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম উঠে এল। শুক্রবার ইসলামপুর থানার গাইসাল-১ গ্রাম পঞ্চায়েতের গাইসাল বস্তির পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 12 জনকে উদ্ধার করে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয় । মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর জেলা পুলিশ 12 জন জামাত যোগীকে উদ্ধার করে। তবে আশার বিষয় এই যে ওই ১২ জনের এই মুহূর্তে কোনও উপসর্গ নেই বলেও জানিয়েছে মহকুমা স্বাস্থ্য দপ্তর।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ১২ জন বাসিন্দার ট্রাভেল হিস্টরি থাকার কারণেই তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ১২ জনের মধ্যে ছয়জন পুরুষ ও বাকি ছয়জন মহিলা। তাঁদের মধ্যে অধিকাংশই স্বামী-স্ত্রী সম্পর্কের।
গত ৩ মার্চ তাঁরা আসানসোল থেকে দিল্লি পৌঁছান। ৪ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত দিল্লীর নিজামুদ্দিন মরকজে ছিলেন। ৭ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত দিল্লির স্থানীয় কিছু মসজিদে থাকার পর ১১ মার্চ বিহারের পাটনায় পৌঁছান। পরেরদিন ১২ মার্চ পাটনা থেকে কিশনগঞ্জে আসেন। কিশনগঞ্জে পাঁচদিন বিভিন্ন এলাকায় ঘোরার পর গত ১৭ মার্চ ইসলামপুরের গাইসাল বস্তিতে ফিরে আসেন। গত ১৭ মার্চ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ওই ১২ জন জামাতী গাইসাল বস্তিতেই ছিলেন। প্রশ্ন উঠছে, এই বিশাল যাত্রা ইতিহাসে তাঁরা কত মানুষের সংস্পর্শে এসেছেন প্রশাসনের তরফে তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন করা হবে কি ? এছাড়াও বড় প্রশ্ন ওই ১২ জনের লালা রস পরীক্ষার জন্য পাঠানো হবে কি না সে বিষয়ে মহকুমা প্রশাসন এখনো স্পষ্ঠ করে কিছুই জানায় নি। তবে এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রয়েছে চাপা উত্তেজনা।