মালদায় লকডাউনে অ্যাম্বুলেন্স করে মদ পাচারের চেষ্টা,গ্রেপ্তার ২
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
মালদায় লকডাউনে অ্যাম্বুলেন্স করে মদ পাচারের চেষ্টা,গ্রেপ্তার ২ উদ্ধার প্রচুর বিদেশী মদ।
একেই দেশজুড়ে লকডাউন সেখানে মালদা জেলায় লকডাউনে অ্যাম্বুলেন্স করে মদ পাচারের চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার ২জন, উদ্ধার প্রচুর বিদেশী মদ। জানা গেছে
হবিবপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে একটি অ্যাম্বুলেন্স আটক করে অ্যাম্বুলেন্সটির ভেতর থেকে প্রচুর পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক সন্দেহ হবিবপুরের কোন দোকান থেকে বেআইনিভাবে এই মদ গুলি মালদার দিকে নিয়ে আসা হচ্ছিল। আইহো নাকা চেকিং এর কাছে পুলিশ অ্যাম্বুলেন্সটিকে আটক করে এই বেআইনি মদ গুলি উদ্ধার করে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাম্বুলেন্স এর মধ্যে মদ পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে।লকডাউন এর শুরু থেকেই পুলিশ এবং আফগানি দপ্তরের কাছে খবর আসছিল বেআইনিভাবে মদ বিক্রির। অনেক ক্ষেত্রেই গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে নিয়ম ভেঙে অনেক বেশি দামে মদ বিক্রি করা হচ্ছিল। ফলে এই চক্র কে ধরতে সক্রিয় হয়েছিল পুলিশ।অভিযোগ, বিভিন্ন দোকানে থাকা মদ গোপনে বের করে, পরে তা চড়া দামে বিক্রি করা হচ্ছিল। এক্ষেত্রে মদ বিক্রেতা কিছু এজেন্ট ও রাস্তার ধারে থাকা বিভিন্ন লিংক ম্যানের সাহায্যে এই বেআইনি কাজ গুলি করছিলেন।পুলিশ ও আবগারী সূত্রে জানা গেছে, এখনো মালদা জেলার বেশ কিছু মদ ব্যবসায়ী এই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন, মালদা জেলা পুলিশ ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দোকান গুলির উপর বিশেষ নজর রাখছেন। অভিযোগ কোন কোন ক্ষেত্রে মদের দাম নির্ধারিত মূল্যের থেকে ডবল দামে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। কিছু নাম্বারে ফোন করলেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছে মদ।
পুলিশ আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যেই এই ধরনের অভিযোগ পেয়েছেন। নজর রাখা হচ্ছে সমস্ত কিছুই।