লকডাউনের মাঝে বকেয়া মজুরির দাবিতে কুমলাই চাবাগানে বিক্ষোভ
সংবাদদাতা,মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
যেকরোনা ভাইরাসের আতঙ্কে লক ডাউন চলছে সর্বত্র। এর বাইরে নেই চাবাগানও। ডুয়ার্সের সমস্ত চাবাগানই লক ডাউনের জন্য বন্ধ। যার ফলে কাজ নেই শ্রমিকদের।
কিন্তু লক ডাউনে আগে কাজ করেও সেই মজুরি না পেয়ে শুক্রবার দির্ঘক্ষন বাগানে ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চাবাগানের শ্রমিকরা।
শ্রমিকদের দাবি লকডাউনের আগে মার্চের ৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত বাগানে কাজ করেও, সেই মজুরি পাচ্ছি না। বর্তমানে লক ডাউন চলছে কাজ কর্ম নেই। নেই হাতে টাকা পয়শাও। তাই বার বার কুমলাই চাবাগান কতৃপক্ষ কে বলেও মার্চ মাসের মজুরি পাচ্ছিনা৷ খালি তালবাহানা করছে বাগান কতৃপক্ষ। । তাই আজ বাধ্য হয়ে বাগানের সমস্ত শ্রমিকেরা ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
বাগানের শ্রমিক নেতা অমরদন বাকলা বলেন, আমাদের আগের বহু কিছু ডিউ রয়েছে কিন্তু বর্তমানে আমাদের কাজের মজুরিটা কর্তৃপক্ষ দিক। এব্যাপারে আমরা মাল এস ডি ও, ডি এম কে চিঠি করেছি। এই ভাবে কি করে শ্রমিকেরা বাচবে? বাগানে বর্তমানে প্রায় ১১১২ জন শ্রমিক আছে। তাদের সকলের মজুরি আটকে রয়েছে । কুমলাই বাগান কতৃপক্ষ আমাদের মৌখিক জানিয়েছে আগামি মঙ্গলবার শ্রমিকদের পুরনো মজুরি দেওয়া হবে। সে দিন শ্রমিকেরা মজুরি না পেলে বৃহত্তর আন্দলনে সামিল হবে বাগানের সব শ্রমিকেরা।
উল্লেখ্য, কয়েকবছর আগে বোনাস নিয়ে চাপান উতরের মাঝে চাবাগান কর্তৃপক্ষ চাবাগান ছেড়ে চলে যায়। নানান সমস্যার মধ্যে দিয়ে শ্রমিকরা চলছিলো। ২০১৮ নতুন এক মালিকানা এই চা বাগান পরিচালনার দায়িত্ব নেয়। তারপর পর থেকে শ্রমিকরা মজুরি র্যাশান ঠিক মতো পেয়ে আসছিলেন। আচমকা লকডাউন ঘোষণার পর মালিক পক্ষ খানিক সমস্যায় পড়ে। তবে চাবাগান কর্তৃপক্ষের একজন জানান খানিকটা সমস্যা হয়েছে তবে আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়া চেষ্টা হচ্ছে।