শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতসকালে চাবাগানে আটকে পড়ল শাবক সহ হাতির দল।

সংবাদদাতা,মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

  বৃৃহস্পতিবার সাতসকালে চাবাগানের মাঝে আটকে পড়ল শাবক সহ হাতির দল। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের আইভিল চাবাগানের ৪৬ নম্বর আবাদি এলাকায়। 
জানাগেছে, চালসা থেকে মেটেলি যাওয়ার রাজ্য সরকের পশ্চিম পাশে রয়েছে আইভিল চাবাগান। সাবেক কাল থেকে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের সাকাম বনাঞ্চল থেকে ইংগু, জুরন্তি, আইভিল, ইন্ডং ও চালসা চাবাগান হয়ে চাপরামারি বনাঞ্চলে যাতায়াত করে। 
বৃহস্পতিবার সাতসকালে ৩টি শাবক সহ ৮টি হাতির একটি দল আইভিল চাবাগান হয়ে চাপরামারি বনাঞ্চলের অভিমুখে যাচ্ছিল। প্রাত
ভ্রমণকারী কিছু মানুষ বিরক্ত করায় চাবাগানের মাঝে আটকে পড়ে। খবর পেয়ে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর বনকর্মীরা হাতির দলটিকে  চাপড়ামারি বনাঞ্চলে ফিরিয়ে দিতে সক্ষম হয়। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, হাতির দলে ৩টি শাবক ছিল। কোন ক্ষতি করেনি। চাপরামারি বনাঞ্চলে ফিরিয়ে দেওয়া হয়েছে।