শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগ

দুস্থদের খাদ্য সামগ্রী বিতরন

জব্বার আলী, ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

 

পিতৃ পুরুষদের উৎসব শবে বরাতের আগের দিন দুস্থ মানুষদের সহযোগিতায় নেমে এল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (নিউ টাউন )
ইসলামপুর শাখা ।ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এদিন প্রায় 90 টি পরিবারকে খাদ্য সামগ্রী বন্টন করা হয় ।ইসলামপুর শহরের 14 নম্বর ওয়ার্ড অন্তর্গত মিলন পল্লী পশ্চিমপাড়া এবং গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারানজিবাড়িতে বিভিন্ন দুস্থ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে এবং এবং সামাজিক দূরত্বের নিয়ম মেনে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ব্যাংকের শাখা প্রবন্ধক সহ অন্যান্য কর্মচারীরা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইসলামপুর শাখার সিনিয়র ম্যানেজার মানস পুরুষটি, লোন ম্যানেজার কৃষ্ণা জি এবং বাণীব্রত মন্ডল তৎসহ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অন্যান্য কর্মচারী মিলে খাদ্য সামগ্রী বন্টন করেন।
ব্যাংকের সিনিয়র ম্যানেজার জানিয়েছেন লকডাউন এদিন, দিন আনা দিন খাওয়া মানুষগুলোর চরম দুর্দশার কথা মাথায় রেখে জোনাল অফিস থেকে খাদ্য সামগ্রী বন্টনের নির্দেশ আসে
সেই নির্দেশ মোতাবেক সীমিত ক্ষমতার মধ্যেও আমরা গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যৎসামান্য খাদ্যসামগ্রী তাদের মধ্যে তুলে দিয়েছি। এবং ভবিষ্যতেও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ধরনের সামাজিক কাজকর্ম করবে বলে তিনি জানিয়েছেন। এদিনের ব্যাংকের এই মহতী অনুষ্ঠানে প্রতিবেদক নিজেও খাদ্য সামগ্রী বণ্টনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।