শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকডাউন এ জনসেবায়

এগিয়ে এল মহিলা স্বনির্ভর গোষ্ঠী শক্তি সংঘ

জব্বার আলী ও দীপঙ্কর দে ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

 

 লকডাউনের জেরে একটিও মানুষ যাতে অভুক্ত না থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশকে বাস্তবায়িত করতে মাঠে নামলো ইসলামপুর ইসলামপুরের  বিভিন্ন  স্বনির্ভর গোষ্ঠী  এরকমই একটি গোষ্ঠীর নাম শক্তি সংঘ। ইসলামপুর শক্তি সংঘের সম্পাদিকা সুমতী মন্ডলের পরিচালনায় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তিন শতাধিক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হলো খাদ্য সামগ্রী। বুধবার ইসলামপুরের বাবুপাড়ায় অবস্থিত শক্তি সংঘের কার্যালয় থেকে দুটি টোটো বোঝাই করে চাল, ডাল, আলু, তেল, লবন সহ বিভিন্ন সামগ্রী প্যাকেট করে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অজিতবাস কলোনী, বলঞ্চা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দুঃস্থ সদস্যাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। লকডাউনের জেরে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। এই পরিস্থিতিতে খাদ্য সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াতে খুবই খুশী হন সদস্যারা। আগামী দিনেও এভাবেই দুঃস্থ মানুষের পাশে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেবামূলক কর্মকান্ডের সাথে থাকতে পারায় গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন সম্পাদিকা সুমতী মন্ডল।