লকডাউন এর জেরে কর্মহীনতা
অবসাদে আত্মঘাতী যুবক
জব্বার আলী, ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৭ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মঙ্গলবার এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর ভাতগা এলাকার বাসিন্দা শাহ আলম (২৭) এদিন নিজের বাড়ির পাশে চা বাগানের একটি গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। স্থানীয়দের থেকে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের ভাই নুর আলম জানিয়েছেন, পার্শ্ববর্তী রাজ্য সিকিমে নির্মাণশ্রমিকের কাজ করত শাহ আলম । কিন্তু লকডাউন এর কিছুদিন আগে সে বাড়ি ফিরে আসে । হঠাৎ লকডাউনের জেরে কাজকর্ম না থাকায় রোজগার হারিয়ে খাবার না থাকায় হয়রানি মানসিক অশান্তিতে শাহ আলম আত্মঘাতী হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। পেশায় নির্মাণ শ্রমিক শাহ আলম আদতে অনাহারে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিনা সে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে? যদিও প্রশাসনের পক্ষ থেকে অনাহারের বিষয়টি অস্বীকার করা হয়েছে। এ প্রসঙ্গে ইসলামপুরের মহকুমা শাসক খুরশিদ আলম বলেন, বাইরে থেকে আসা শ্রমিকদের আমরা কোয়ারেন্টাইন সেন্টারে রেখেছি। সেখানেই তাঁদের খাবারের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও সবার জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা রাজ্য সরকার করেছে। সেক্ষেত্রে আড়াই লক্ষ্য লোককে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে না খেতে পেয়ে আত্মহত্যার বিষয়টির সত্যতা যাচাই করে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।