সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রিটেনে কখনো না এলেও হওয়া যাবে ব্রিটিশ সেনা

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১০:১২ এএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

 

কমনওয়েলথভুক্ত দেশের কোনো নাগরিক ব্রিটেনে কখনো না এলেও তার দেশে বসেই  ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন।  এমন একটি সিদ্ধান্ত আগামী সপ্তাহে ঘোষণা করতে পারে ব্রিটিশ সরকার।

যার ফলে, বাংলাদেশ এবং ভারতসহ কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের নাগরিকরা কখনো ব্রিটেনে বসবাস না করলেও ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন।নিজের দেশে বসেই।

ব্রিটেনের সেনাবাহিনীতে কমনওয়েলথের নাগরিকরা সবসময়ই যোগ দিতে পারেন।  তবে আগে শর্ত ছিলো আবেদন করার আগে তাকে অন্তত পাঁচ বছর ব্রিটেনে বসবাস করতে হবে।  কেবলমাত্র পাঁচবছর বসবাসকারীরাই আবেদন করতে পারতেন।

১৯৯৮ সালে এই বাধ্যবাধকতা তুলে দেওয়া হলেও ২০১৩ সালে সেই নীতি আবারো কার্যকর করা হয়।

অবশ্য কমপক্ষে পাঁচ বছর বসবাসের শর্ত কিছুটা শিথিল করা হয় ২০১৬ সালে।  সে বছর থেকে পাঁচ বছর বসবাস না করেও বছরে বড়জোর ২০০ জন কমনওয়েলথ নাগরিককে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে।  তবে সেই শর্তও এখন তুলে নেওয়া হবে।

ব্রিটিশ সেনাবাহিনীতে সৈন্যের ঘাটতি দিনে দিনে এতটাই বাড়ছে যে নিয়োগের রীতি শিথিল করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সূত্র:বিবিসি