শাটডাউন এ লাগাতার কর্মসূচি
দুস্থদের সহায়তায় ইনক্লাব ফাউন্ডেশন
জব্বার আলী ও তুষার বিশ্বাস, ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার
একটি বা দুটি গ্রাম পঞ্চায়েত নয় বরঞ্চ ইসলামপুর বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েতে ধারাবাহিকভাবে বিশেষ করে দুঃস্থ শ্রমিকদের পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন ইনক্লাব ফাউন্ডেশন নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা। ইতিমধ্যেই বিধানসভার গাইসাল এক, গাইসাল দুই ,মাটিকুন্ডা এক, রামগঞ্জ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের দুঃস্থ শ্রমিকদের হাতে এই পরিষেবা তুলে দেওয়া হয়েছে। সংস্থার অন্যতম কর্মকর্তা তথা চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, যতদিন সাট ডাউন থাকবে ততদিন তাদের এই ধারাবাহিক কর্মসূচি চলবে। আমরা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি। যত দুঃস্থ মানুষ আছে সকলের কাছেই যেন পৌঁছাতে পারি। আমাদের এই প্রয়াসকে দেখে আরো অন্যান্য মানুষরাও এগিয়ে এলে এই সমস্যার সার্বিক সমাধান হবে।তবে খাবারের জন্য যেন কেউ কষ্ট না পায়। এই বিষয়টাও খুব গুরুত্ব সহকারে তারা দেখছেন।