সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের বীরভূমের রাজনগর ব্লকের আদিবাসী পাড়ায় সাহায্য পৌঁছে দিল রাজনগর

সেখ রিয়াজউদ্দিন বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১০ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের এবার অন্য এক আদিবাসী পাড়ায় ফের সাহায্য পৌঁছে দিল স্বেচ্ছাসেবী সংস্থা "রাজনগর গ্রাম সহায় কেন্দ্র।" রাজনগর ব্লকের আদিবাসী গ্রাম মানিকডিহি। এখানে মোট চল্লিশটি আদিবাসী পরিবারের বাস। আজ রাজনগর গ্রাম সহায় কেন্দ্র ও মানিকডিহি  বীরসা মুণ্ডা আদিবাসী ক্লাবের যৌথ উদ্যোগে গ্রামের চল্লিশটি পরিবারের হাতেই তুলে দেওয়া হয় ডাল-আলু-সরষের তেল-পিঁয়াজ-সাবান-মশলার মতো নিত‍্য প্রয়োজনীয় জিনিসপত্র। হাজির ছিলেন রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সভাপতি সেখ রিয়াজউদ্দিন, সম্পাদক উত্তম মণ্ডল, রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য সর্বেশ্বর হাঁসদা, চন্দ্রপুর থানার প্রতিনিধি হিসেবে ভিলেজ পুলিশ জয়ন্ত মন্ডল এবং মানিকডিহি বীরসা মুণ্ডা ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় মুরমুসহ অন্যান্য ক্লাব সদস্যরা।   এ বিষয়ে মানিকডিহি বীরসা মুণ্ডা আদিবাসী ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় মুরমু জানান, করোনা কাণ্ডে লক্ ডাউনের জেরে আমাদের গ্রামের মানুষ সব ঘরবন্দি। কর্মহীন অবস্থায় তাদের দিন চলছে না। এজন্য আমরা এই গ্রামের চল্লিশটি পরিবারের হাতেই নিত‍্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিলাম। অন্যদিকে, এই দু:সময়ে দরকারি জিনিসপত্র পেয়ে খুশি পাতামণি মারণ্ডী , সনাতন মারাণ্ডী, শশ মারাণ্ডীরা। রাজীব মুর্মু,টিপন মুর্মু, সুভাষ সরেন, শ্রীকান্ত হেমরমের মতো কতিপয় যুবকের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।