রাজনগরে রিওয়ার্ড ও পুলিশ প্রশাসন মাস্ক ও সাবান বিতরণ করল
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৪ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
রিওয়ার্ডের উদ্যোগে আদিবাসী শিশুকে মাস্ক পরাচ্ছেন পুলিশ আধিকারিক সন্তোষ কুমার জানা
'রিওয়ার্ড' এর পক্ষ থেকে এবং রাজনগর থানার সহযোগিতায় রাজনগরের বিভিন্ন আদিবাসী গ্রামগুলিতে মাস্ক ও সাবান বিতরণ করা হলো। করোনা ভাইরাস এখন সারা বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছে। রাজনগর পুলিশ প্রশাসন লাগাতার এজন্য সচেতন করে চলেছেন এলাকার মানুষদের। রিওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই মুহুর্তে এলাকার দূস্থ মানুষদের সুরক্ষা প্রদানের লক্ষে এগিয়ে এসেছে। এই উপলক্ষে রাজনগরের বেলবুনি, করঞ্জাবুনি, গুড় কাটা প্রভৃতি গ্রামের আদিবাসীদের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ শুরু করল রিওয়ার্ডের সদস্যরা। এলাকার দূস্থ মানুষদের কয়েক হাজার মাস্ক ও সাবান বিতরণ করা হবে বলে জানান রিওয়ার্ডের কর্ণধার রাখি ব্যানার্জি। তিনি জানান রাজনগর থানা পুলিশ আধিকারিক সন্তোষ কুমার জানা ও সঞ্জয় চক্রবর্তী আদিবাসীদের হাতে মাস্ক ও সাবান গুলি তুলে দেন আদিবাসীদের হাতে। পুলিশের তরফ থেকে করোনা নিয়ে প্রচার করা হয় এদিন বলে জানান সংস্থার সভাপতি রাজু রায়।