হাইকোর্টের নির্দেশ
ইসলামপুর কোর্টে জরুরী ফাইলিং শুরু আগামীকাল থেকে
জব্বার আলী, ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
ইসলামপুর ৩১ মার্চ : হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জরুরী মামলার ফাইলিং হলো ইসলামপুর আদালতে। আগামীকাল বুধবার হিয়ারিং হবে বলে ইসলামপুর বার এসোসিয়েশনের সম্পাদক সৌমেন্দু মজুমদার জানিয়েছেন। সৌমেন্দু মজুমদার বলেন, গতকাল সোমবার কোলকাতায় রাজ্য বার কাউন্সিলের বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন ইসলামপুরের জজ কোর্টে আইনজীবীরা জরুরী মামলার হিয়ারিংয়ের জন্য ফাইলিং করেন। আগামীকাল বুধবার ফাইলিং হওয়া মামলার হিয়ারিং হবে। তবে কোর্টে শুধুমাত্র আইনজীবীরাই হাজির থাকবেন তাও সামাজিক দূরত্ব বজায় রেখে। এছাড়াও এটা পুজা ভেকেশনের মতো হবে না। পাশাপাশি মামলার আবেদনকারী বা অভিযুক্ত উভয় পক্ষেরই কেউই আদালত চত্তরে থাকতে পারবেন না। জামিন হলে সেই অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা বা হোম কোয়ারেন্টাইনের যা ব্যবস্থা সেটা প্রশাসন করবে। তবে সংশোধনাগারে থাকা অভিযুক্তদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ রয়েছেই। এই ফাইলিংয়ের ফলে কিছু জরুরী মামলার হিয়ারিং সেরে ফেলতেই মহামান্য হাইকোর্টের এই সিদ্ধান্ত।