শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকডাউন চলাকালীন ছাত্র ছাত্রীদের মিড ডে মিল জানকী এম ই স্কুলে

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩০ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

লক ডাউন চলাকালীন সময়ে স্কুলের ছাত্র ছাত্রীদের মিড ডে মিল  জানকী বাজার এম ই স্কুলে


জানকী বাজার এম ই স্কুলে  ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের চাউল বিতরণ করা হয় রবিবার। স্কুলের প্রধান শিক্ষক নজরুল হক চৌধুরী জানান কোরোনা ভাইরাসের জন্য স্কুল বনধ চলাকালীন সময়ে ছাত্র ছাত্রীদের মিড- ডে- মিল প্রদানের  এক নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি এদিন স্কুলের বাচ্চাদের ডেকে এনে মিল- ডে- মিলের চাউল বিতরণ করে দেন।  গত ১৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ছুটির দিন বাধ দিয়ে মোট  ১২  দিনের মিড ডে মিল ভাবত  প্রতিজন ছাত্র ছাত্রীকে  ১ কেজি  ৮০০ গ্রাম করে চাউল দেওয়া হয় । লক ডাউনের নিয়মের প্রতি লক্ষ্য রেখে  সারিবদ্ধভাবে এদিন স্কুলের বাচ্চাদের হাতে মিড ডে মিলের চাউল তুলে দেন স্কুল পরিচালন কমিটির সভাপতি কমরুল ইসলাম মজুমদার শিক্ষক বাদল দাস প্রমুখ। উল্লেখ্য বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি কারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের প্রধানমন্ত্রী দেশ জুড়ে লক ডাউন ঘোষণা দিয়েছেন। এর এগে আসাম সরকার গত ১৬ মার্চ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে। স্কুল বনধ থাকলেও মিল ডে মিল থেকে যাহাতে স্কুলের পড়ুযারা ব্যহত না হয় তার জন্য আসাম সরকার মিড ডে মিল চালু রাখার এক নির্দেশ জারি করেছে। মিল ডে মিল খাওয়ানোর ব্যবস্থা না  থাকলে করোনা ভাইরাসের ফলে স্কুল বনধ চলাকালীন  সময়ে ছাত্র ছাত্রীদের  ফুড সেকিউরিটি এলাউন্স প্রদান করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে । এই মর্মে হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলা উপযুক্ত তথা জেলা সর্বশিক্ষা অভিযানের মিশন সমন্বয়ক শ্রী আর কে দাম গত ২৭ মার্চ   হাইলাকান্দি, লালা ও কাঠলিছড়া জেলার এই তিনটি শিক্ষা খন্ডে সরকারের এই নির্দেশের কথা উল্লেখ করে মিল ডে মিল বিতরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের লিখিত  আর্জি জানিয়েছেন। এই নির্দেশ পেয়ে জানকী বাজার এম ই স্কুলের পড়ুযাদের মিল ডে মিলের চাউল বিতরণ করা হচ্ছে বলে জানান প্রধান শিক্ষক নজরুল হক চৌধুরী।