লকডাউনের রাতে মুদি দোকানে চুরি ওদলাবাড়িতে
দেবজ্যোতি মুখার্জী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১২ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
মালবাজার,
লগ ডাউনের মাঝেই চুরির ঘটনা ঘটলো মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকায় এক মুদিখানার দোকানে ।রবিবার রাতে ওদলাবাড়ি বাজারের হিরা রোডে মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটনায় এলাকায় আতংক ছড়িয়েছে।
দোকান মালিক বিকাশ প্রসাদ বলেন সোমবার ভোর বেলায় যখন দোকান খুলতে আসি দখন দেখি দোকানে ঢোকার দরজার লক ভাঙ্গা। এরপর দোকানে ভিতরে গিয়ে দেখি, চোরের দল- তেল, ডাল, চালের বস্তা নিয়ে চম্পট দিয়েছে। ক্যাশ বাক্স থেকেও টাকা নিয়ে চলেগেছে চোরের দল। দোকান মালিকের আরো বক্তব্য লগ ডাউনের সুযোগে চোরের দল এই ভাবে দোকান ভেঙ্গে চুরির ঘটনা ঘটিয়েছে।
যেহেতু রাতে কোন নাইট গার্ড থাকে না সেই কারনে বেড়েছে চোরের উপদ্রব। বাজারে বেশির ভাগ দোকান বন্ধ থাকে। দোকানীরা বাড়িতে থাকে । তাছারা দীর্ঘ দিন লগ ডাউনের ঘটনার জন্য সুনসান থাকে বাজার এলাকা। আর এই সুযোগে এই ভাবে চুরি হচ্ছে বাজারে। এর আগেও বাজারে বেশ কিছু দোকানে চুরির চেষ্টা করেছিল কিন্ত যে কোন কারনে সেই চেষ্টা বার বার ব্যার্থ হয়েছিল কিন্তু এবার চোরের দল অনাযাসেই চুরি করে নিয়ে গেল নিত্য প্রয়োজনিয় খাবার সামগ্রী। ওদলাবাড়ি বাজারের ব্যবসায়ী ও সমাজসেবি সুজিত দাস বলেন, গত সাত দিন ধরে লকডাউন চলছে। মানুষের অভাব বাড়ছে। চারিদিক সুনসান থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে। প্রশাসনকে বিষয়টি দেখা দরকার।