শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তৃণমূল অঞ্চল সভাপতির উদ্যোগ

দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

দীপঙ্কর দে, জব্বার আলী ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৯ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার

দীপঙ্কর দে, ইসলামপুর ২৯ মার্চ : ইসলামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার দুঃস্থ বাসিন্দাদের খাদ্য সামগ্রী সরবরাহের উদ্যোগ নিলেন সুজালির অঞ্চল তৃনমুল সভাপতি আব্দুল হক। রবিবার আব্দুল হকের পরিচালনায় কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ইসলামপুর বিধানসভার পর্যবেক্ষক কামালউদ্দিন, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য রোশন আলী'র উপস্থিতিতে দুঃস্থ বাসিন্দাদের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, সোয়াবিন, তেল ও ডেটল সাবান সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মূলত দিনমজুর পরিবারগুলোর মধ্যেই এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই হাজারের অধিক এই খাদ্য সামগ্রীর প্যাকেট পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে বন্টন করা হয়েছে বলে জানিয়েছেন অঞ্চল সভাপতি আব্দুল হক। এছাড়াও আগামীতে কারও কোনও খাদ্য সামগ্রী প্রয়োজন হলে তিনি বাড়িতে পৌঁছে দেবেন বলেও জানিয়েছেন আব্দুল সাহেব। পাশাপাশি সবরকমের সহযোগিতার দাবী করে মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন প্রধান নুরি বেগম। আগামীতে ব্লক ভিত্তিক গৃহবন্দী মানুষদের খাদ্য সামগ্রী সহ সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক হামিদুল রহমান।