শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোণা সংক্রমণ রুখতে

ফিনাইল জল স্প্রে দমকল বাহিনীর

দীপঙ্কর দে এবং জব্বার আলী, ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার

দীপঙ্কর দে, জব্বার আলী ইসলামপুর ২৯ মার্চ : করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের নির্দেশে এবার পথে নামলো ইসলামপুরের দমকল বাহিনী। ইসলামপুর শহরের জনবহুল এলাকায় জলের মধ্যে ফিনাইল মিশিয়ে স্প্রে করছে দমকলকর্মীরা। ইসলামপুর বাস টার্মিনাস, ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান, হাই স্কুল মোড়, পি ডাবলু ডি মোড়, হাসপাতাল, থানা, চৌরঙ্গী মোড় ও ইসলামপুর বাজার সহ বিভিন্ন এলাকায় স্প্রে করে দমকলকর্মীরা। করোনা সতর্কতার পাশাপাশি ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা থেকে বাড়তে থাকা মশার উপদ্রব অনেকাংশে লাঘব হবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। এছাড়াও এই ময়লার জমে থাকা স্তূপের কারনে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। এই স্প্রে'র ফলে ময়লা আবর্জনায় জমে থাকা জীবাণু মরে যাবে। পরিবেশকে স্বাস্থ্যকর করে তোলার পাশাপাশি করোনার মোকাবিলায় দমকল বাহিনীর এই উদ্যোগ।