লকডাউন পরিস্থিতি
দুস্থদের সামগ্রী বিতরণ এ পুলিশের লাঠিচার্জ
দীপঙ্কর দে ও জব্বার আলী, ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণে ইসলামপুরের ব্যবসায়ী
লকডাউন এর কারনে দিনমজুরদের খাদ্য সামগ্রী বন্টন করতে গিয়ে সমস্যায় ইসলামপুরের ব্যবসায়ী সমাজসেবী। ঘটনার জেরে ব্যাপক ভিড় জড়ো হয়ে পড়লে পুলিশ এসে লাঠিচার্জ করে ভিড় হঠিয়ে দেয়। পরে দিনমজুর মানুষগুলি স্থানীয় এক মাঠে জমায়েত করলেও স্থানীয় বাসিন্দাদের ও পুলিশের বাঁধায় খাদ্য সামগ্রী বণ্টন সম্ভব হয়নি। শেষে ওই ব্যবসায়ী দিনমজুরদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চাইলে তাঁরা বাড়ি ফিরে যান। ব্যবসায়ী সমাজসেবী নুর ইসলাম বলেন, এই লকডাউনের প্রভাবে দিনমজুরদের চরম সমস্যার সৃষ্টি হয়েছে। এদের কাছে কাজও নেই টাকাও নেই তাই এদের খাদ্য সামগ্রী বন্টন করছিলাম। প্রায় পাঁচ শতাধিক প্যাকেট বন্টন করেছিলাম। প্রথমে ভালভাবেই বন্টন হয়েছে কিন্তু পরে অনেক মানুষ জড়ো হওয়াতে সমস্যার সৃষ্টি হয়। দিনমজুর শ্রেণীর মানুষের ব্যাংক একাউন্টে আগে সরকারকে টাকা দেওয়া উচিত। যাতে ওরা অভুক্ত না থাকে।