মাল হাসপাতাল পরিদর্শনে এসে সমস্যার কথা শুনলেন সাংসদ
দেবজ্যোতি মুখার্জী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৯ মার্চ ২০২০ রোববার
মালবাজার,
বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলির অবস্থা কিরকম আছে সে বিষয় পরিদর্শনে এসে স্থানীয় যুবক দের মুখে সমস্যার কথা শুনলেন সাংসদ। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের অবস্থা কিরকম আছে সেবিষয়ে শনিবার প্রায় সন্ধ্যা নাগাদ বিশেষ পরিদর্শনে আসেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। ডাক্তার ও কর্মীদের সাথে কথা বলেন। কিকি সমস্যা আছে জানতে চান। পরিদর্শন শেষে বেরিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন যুবক সাংসদের সাথ মুখোমুখি হয়ে হাসপাতালের সমস্যার কথা বলেন। যুবকদের পক্ষে অমিত দে ও বিপ্লব বনিক সাংসদকে জানায়, এই হাসপাতালের উপর শুধু মাল মহকুমা এলাকার মানুষ নয়, কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মানুষ নির্ভর করে। লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা কেন্দ্র এই হাসপাতালে সন্দেহ জনক করোনাভাইরাস আক্রান্ত ব্যাক্তির নমুনা সংগ্রহের জন্য মাত্র দুটি কিডস আছে। যে ভয়াবহ পরিস্থিতি চলছে তাতে কিডসের সংখ্যা বাড়াতে হবে। বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক বরাদ্দ দরকার। এইরকম একাধিক সমস্যার কথা তুলে ধরেন। সাংসদ তাদের কথা শোনেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। পরে তিনি ওদলাবাড়ি অভিমুখে বেরিয়ে যান।