শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভীড় কমাতে রাজনগরে পুলিশের উদ্যোগে সব্জিবাজার সম্প্রসারণ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

 

 

লকডাউনের দিনগুলিতেও বীরভূমের রাজনগরের বাসস্ট্যান্ডে  ও চৌরাস্তা মোড়ে সবজির দোকানগুলিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছিল। সমস্যার সমাধান করতে রাজনগর থানার পুলিশ এই সবজির দোকান গুলিকে নতুন করে বসানোর সিদ্ধান্ত নেয়। সকাল থেকেই নির্দিষ্ট দূরত্বে সবজির দোকান গুলি বসে। ফলে এই দোকানগুলোতে ভিড় ছিল না বললেই চলে। এছাড়া প্রত্যেকটি সবজির দোকান,ওষুধের দোকান এবং রেশন দোকানে সেফটি সার্কেল করে দেওয়ার ফলে আর জমায়েত হয়নি। ক্রেতাসাধারণ এই সেফটি সার্কেলের মধ্যে দাঁড়িয়ে একে একে নিজেদের প্রয়োজনীয় জিনিষপত্র কেনেন
 এদিন সকাল থেকেই করোনা নিয়ে রাজনগর বাজার সহ অন্যান্য জায়গায় পুলিশের পক্ষ থেকে করোনা নিয়ে প্রচার ও সতর্কতা জারি করা হয়।