শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্ধ চাবাগানে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী দিলেন নাগরাকাটার বিধায়ক

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

মালবাজার,

একে চাবাগান বন্ধ বেশ কয়েক বছর। তার উপর গত ৪দিন ধরে চলছে লক ডাউন। কাজকর্ম, হাটবাজার সব থেমে গেছে। করোনাভাইরাস আতংকে শ্রমিকরা প্রায় গৃহবন্ধি।এই রকম অবস্থা নাগরাকাটা ব্লকের বন্ধ ধরনীপুর চাবাগানের। শ্রমিকদের এই অবস্থার কথা জেনে এগিয়ে এলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা ও লুকসান গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ মুন্ডা। শনিবার তারা এই চা বাগানের প্রায় ৩৫০টি  শ্রমিক পরিবারের কাছে। শ্রমিকদের হাতে চাল, ডাল, আটা সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। পরে বিধায়ক জানান, আগামীকাল থেকে পালা করে অন্যান্য চাবাগানের শ্রমিকদের এভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। 
হাতে খাদ্য সামগ্রী পেয়ে শ্রমিকরা দারুণ খুশি।