শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনার জেরে রাজনগরে আড়ালি মসজিদে জুম্মার নামাজে বিধিনিষেধ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৩১ এএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

 

 

করোনা আতঙ্কে ভূগছে সারা বিশ্ব। একসঙ্গে জমায়েত না হওয়ার জন্য সরকারী নির্দেশ জারি হয়েছে। এর জেরেই বিভিন্ন মন্দিরে জমায়েত বন্ধ হয়েছে। মক্কার হজও বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় সচেতনতার প্রমান দিলেন বীরভূমের রাজনগরের আড়ালি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ। করোনার জেরে রাজনগরের আড়ালি গ্রামের মসজিদে শুক্রবারের নামাযে  বিধিনিষেধ আরোপ করা হল মসজিদ কমিটির পক্ষ থেকে। 
এসময় সারাবিশ্ব করোনা আতঙ্কে ভুগছে। এথেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একসঙ্গে জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই আড়ালী জুম্মা মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবারের নামাজ মাত্র চার-পাঁচ জনকে নিয়ে পড়া হলো। 

 এই মসজিদে ৬০ থেকে ৭০ জন মানুষ প্রতি শুক্রবার জুম্মার নামাজ একসঙ্গে পড়ে থাকেন। কিন্তু করোনার কথা ভেবেই তা বাতিল করা হল। করোনা মহামারীর রূপ নিয়েছে। যাতে এই মহামারী আমাদের এখানেও প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য গ্রামের মানুষ মসজিদে জুম্মার নামাজ পড়তে আসেনি। তাঁরা বাড়িতেই সব নামাজ পড়বেন বলে জানান এই মসজিদের ইমাম সৈয়দ শাজাহান। করোনা থেকে রেহাই পেতে আল্লাহ্‌র কাছে প্রার্থনাও করেন ইমাম সাহেব।