সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুস্থ গরীব পথ কুকুর ও কর্তব্যরত পুলিশ কর্মীদের খাওয়ালেন বণিক

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৫ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

মালবাজার, 

করোনার ভাইরাস সংক্রামণ এড়াতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে।লকডাউনের জেরে বাজারের সমস্ত দোকান,হোটেল বন্ধ।অসহায় হয়ে পড়েছে গরীব দুঃখী,পথ কুকুররা।আজ ওই সমস্ত পথকুকুর,গরীব মানুষ সহ কত্যব্যরত পুলিশ ও সিভিক পুলিশদের খাওয়ানোর উদ্যোগ নিলো মঙ্গলবাড়ি এলাকার এক হোটেল ব্যাবসায়ী।শুক্রবার মঙ্গলবাড়ি বাজারের হোটেল ব্যাবসায়ী রোশনা রায় ও খিতিশ রায় সম্পূর্ণ ব্যাক্তিগত ভাবে এই উদ্যোগ নেয়।এদিন তারা মঙ্গলবাড়ি বাজার এলাকার পথকুকুর,গরীব সহ চালসা গোলাই এ কত্যব্যরত পুলিশ ও সিভিক পুলিশদের দুপুরের খাবার খাওয়ায়।মেনুতে ছিল ভাত,ডাল, সবজি ও বেগুন ও করলা ভাজি।সানন্দে খায় সকলই।খিতিশ বাবুর এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।রোশনা রায় বলেন,লকডাউনের জেরে অনেক মানুষ না খেয়ে আছে।পুলিশকর্মীরা আমাদের জন্য দিন রাত ডিউটি করছে।খাবার হোটেল বন্ধ থাকায় তাদের অসুবিধা হচ্ছে।পথকুকুররাও অসহায় হয়ে পড়েছে।তাই সাধ্যমত আজ তাদের দুপুরের খাবারের উদ্যোগ নিয়েছি।
সবাই যাতে এই ভাবে এগিয়ে আসে তার আবেদন জানিয়েছেন তিনি।।