সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাড়িতে বাজার সামগ্রী পৌঁছে দিতে হেল্প লাইন চালু করল মাল পৌরসভা

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

মালবাজার,

বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী পৌঁছে দিতে হেল্প লাইন চালু করল মাল পৌরসভা।পাশাপাশি মাল কলোনি মাঠ ও রেল মাঠে মানুষের সুবিধার জন্য অস্থায়ী বাজার বসানো কথা ঘোষণা করে। বৃহস্পতিবার দুফুরে মাল পৌরসভা ভবনে এক সাংবাদিক সন্মেলন করে একথা জানান মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা।
শ্রী সাহা বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই ভাইরাসের কোন ভ্যাক্সিন আবিষ্কার হয়নি। দ্রুত সংক্রামক এই বাঁচতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশে লকডাউন চলছে। তবু দেখা যাচ্ছে কিছু মানুষ খাদ্য সামগ্রীর জন্য বাজারে ভির করছে। এভাবে ভির করে থাকলে লকডাউনের তাৎপর্য থাকেনা। সেই জন্য পৌরসভার পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুটি হেল্প লাইন চালু করা হয়েছে। ৯৪৩৪৪৯১২২২ ও ৯৮৩২৪৬৪৫৪১ এই দুই নম্বরে ফোন করলে প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও স্থানীয় রেল মাঠে ও কলোনির মাঠে দুটি অস্থায়ী বাজার করা হবে। সেখানে দুরত্ব বজায় রেখে মানুষ বাজার করতে পারবে। শুধু তাই নয় দূস্থ ও গরীব মানুষদের জন্য আলাদা প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। মানুষ যাতে বাড়ির বাইরে না আসে তার জন্য এই ব্যবস্থা। ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকার ব্যবস্থা করা হয়েছে। সামগ্রিক ঘটনা পর্যবেক্ষনের জন্য দ্রোন উড়িয়ে দেখা হবে। যদি দেখা মানুষ অযথা বাইরে ঘোরাঘুরি করছে তাহলে পুলিশকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 
পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।