সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওদলাবাড়িতে দুটি কোয়ারান্টাইন সেন্টার তৈরির স্থান নির্বাচন

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

মালবাজার

গতকাল স্থানীয় মানুষজনের বাধায় দুটি আপদকালীন কোয়ারান্টাইন সেন্টার চালু করতে পারেনি প্রশাসন। সেই বাধা অতিক্রম করে ওদলাবাড়িতে দুটি কোয়ারান্টাইন সেন্টার তৈরির স্থান নির্বাচন করল প্রশাসন।                    বৃহস্পতিবার মালবাজার মহকুমার ওদলাবাড়িতে দুটি জায়গায় কোয়ারান্টাইন সেন্টার চালু জন্য এলাকায় আসেন মালবাজার মহকুমা শাসক সান্তুনু বালা, বিডিও হাসিনা জাহেরা রিজভি, মালের বিধায়ক বুলুচিক বড়াইক, মাল ব্লকের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা, সিনিয়র চিকিৎসক দিপক রঞ্জন দাস এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ। আজ ওনারা ওদলাবাড়ি বিধান পল্লী ফুটবল মাঠের পাসে একটি কমিউনিটি হলে এবং ল্যাম্পসের একটি বিল্ডিং কোয়ারান্টাইন সেন্টারের জায়গা স্থির করেন এবং দুটি বিল্ডিং এর স্বাস্থ্য পরিক্ষা করে সিদ্ধান্ত নেন। এখানেই দুটি  কোয়ারান্টাইন সেন্টার হবে।
এদিন মালবাজার মহকুমা শাসক সান্তুনু বালা বলেন, এর আগে সাধারন মানুষের বাধায় দুটি সেন্টার বন্ধ হয়ে গেছে। তবে ওদলাবাড়ি মানুষ এই সেন্টারের জন্য কোন রকম বাধা দেয় নি এদিন। তারাও বুঝতে পেরেছেন,  এই কোয়ারান্টাইন সেন্টার খুব জররী।  এখন বাধাদিলে আগামিতে এলাকার মানুষই বিপদে পরবে। তবে এলাকার মানুষ চেয়েছেন পুরো এলাকা টি যাতে ঘিরে দেওয়া হয়। আমরা গ্রাম পঞ্চায়েত কে বলেছি এর ব্যাবস্থা করতে।  আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে এই দুটি সেন্টার চালু হয়ে যাবে। একটি তে মেল এবং আর একটিতে ফিমেল রোগী  থাকবে। 
বিধায়ক বুলুচিক বড়াইক বলেন, সকল মানুষ কে এখন থেকে বুঝতে হবে। এখন যারা কোয়ারান্টাইন সেন্টার করতে বাধা দিচ্ছে। আগামিতে সেই এলাকার লোকই বিপদে পরবে। কারন কোন রোগী যদি কোরনা ভাইরাস এ আক্রান্ত হয়ে গ্রামে ঘুরে বেরায়, তাহলে দুতিন দিনেই গোটা গ্রাম এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা বহুগুন বেরে যাবে। সেই সময় স্বাস্থ্য কেন্দ্রেও পরিসেবা পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আমরা সকল মানুষ কে বলছি, আপনাদের জন্য বিভিন্ন জায়গায় 
কোয়ারান্টাইন সেন্টার খোলা হচ্ছে। আর এতেই কেও বাধা দেবেন না।  ওদলাবাড়ি এই সেন্টার দুটো হাসপাতাল থেকে যেহেতু খুব কাছে তাই এখানে স্বাস্থ্য কর্মি এবং চিকিৎসকদের কাজ করতে সুবিধা হবে।