বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকডাউন কার্যকর করতে লাঠি হাতে নামলো পুলিশ 

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৯ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

 করোনা আতঙ্কে দেশের সব মানুষ আজ আতঙ্কিত। দিন দিন কোরনা সংক্রামন বেরেই চলেছে। এই সংক্রামন যাতে আর বেড়ে  না যায় সেই জন্য গতকাল দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি দেশে কার্ফু জারি করেছেন।  এই কার্ফুতে যাতে কোন মানুষ বাড়ি থেকে না বের হয়। সেজন্য দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বার বার বলছেন। তবু কিছু লোকজন শুনছে না। বাধ্য হয়ে বুধবার লাঠি ওদলাবাড়িতে পুলিশ নামতে বাধ্য হলো।                 

 প্রধান মন্ত্রীর ও মুখ্যমন্ত্রীর কথা উপেক্ষা করেই বুধবার দিন বহু মানুষ রাস্তায় নামতে দেখা গেছে। মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় কার্ফু উপেক্ষা করে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে, কোথাও আড্ডা মারতে দেখা গেল বহু মানুষ কে।কোথাও জোট বেধে তাস খেলতে। বহু বলেও যখন কাজ হয়নি তখন মালবাজার শহর ও ওদলাবাড়ি পুলিশকে দেখা গেল লাঠি হাতে টহল দিতে। পুলিশের এই রুপ অনেকদিন মানুষ দেখেনি। বাধ্য হয়ে লাঠির ভয়ে সবাই বাড়িমুখো হয়।