শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে রাজনগরের সবজি বাজারে হানা পুলিশের

খান আরশাদ, বীরভূম।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

       

 

বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে বীরভূমের  রাজনগরে সবজি বাজারে হানা দিল রাজনগর থানার পুলিশ। গতকাল রাজনগরে লকডাউন ঘোষণা হওয়ার সাথে সাথেই বেশ কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে আলু, পেঁয়াজ, মাছ সহ অন্যান্য জিনিসপত্রের দাম বাড়িয়ে বিক্রি করতে থাকে। আচমকাই বাজারদর অগ্নিমুখী হতে থাকায় সমস্যায় পড়ে যান সাধারণ মানুষ। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ  সকাল বেলায় মাছ বাজার ও সবজি বাজারে হানা দেয়। পুলিশের পক্ষ থেকে প্রত্যেক ব্যাবসায়ীকে এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয় যে কোন মতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি নেওয়া যাবে না। রাজনগর থানার আধিকারিক সন্তোষ কুমার জানা ও দীপঙ্কর দাস এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ পুরো রাজনগর বাজারে হানা দেয় এবং সাধারণ মানুষের জমায়েত হটিয়ে দেয় পুলিশ। পুলিশ ফিরে যেতেই আবারও বাজারে ভীড় জমতে থাকে। এবার রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জী অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে রাজনগরের বিভিন্ন এলাকা গিয়ে লকডাউন অমান্যকারীদের লাঠি চার্জ করেন। ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জীর কড়া পদক্ষেপের পরই এলাকা জমায়েতমুক্ত হয়।