লক ডাউন উপলক্ষে বীরভূমের এলাকার বাজার বন্ধে পুলিশি টহল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
বীরভূম: গতকাল বিকেল থেকে রাত্রি পর্যন্ত বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার পক্ষ থেকে মাইকিং করে লকডাউন লাগু হচ্ছে বলে পাড়ায় পাড়ায় কোথাও বাজারে দাঁড়িয়ে পুলিশের জনবার্তা তথা সরকারি নির্দেশ নামা জানানো হয় যে ২৩ মার্চ বিকাল পাঁচটা থেকে ২৭মার্চ পর্যন্ত লকডাউন উপলক্ষে বিশেষ কয়েকটি দোকান ব্যাতিত সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে।আজ ২৪ মার্চ সকাল থেকে ফোর্স নিয়ে লোকপুর,নাকড়াকোন্দা ও রুপুষপুর অঞ্চল সহ এলাকার বিভিন্ন দোকান বাজারে টহল দিচ্ছেন লোকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তথা সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক। এলাকায় দোকান বাজার প্রায় বন্ধ, জনশূন্য অবস্থা। মুষ্টিমেয় মুদি দোকান, আনাজ দোকান, ঔষধ দোকান ও ব্যাঙ্ক খোলা রয়েছে, তবে সিভিক ভলিন্টিয়ারদের পক্ষ থেকে দূরত্ব বজায় রাখার যেমন আহ্বান জানানো হচ্ছে, তেমনি ব্যাঙ্কের ক্ষেত্রে আগত গ্রাহকদের হ্যান্ড ওয়াশ করা বাধ্যতামূলক করা হয়েছে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও গ্রহণ করা হয় ব্যাঙ্কের পক্ষ থেকে।