বীরভূমের লোকপুর থানার পক্ষ থেকে এলাকায় জমায়েত
শেখ রিয়াজ উদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার পক্ষ থেকে লোকপুর বাজার এলাকায় পুলিশের প্রচার অভিযান চালানো হয় দোকান বাজার বন্ধের আহ্বান জানিয়ে। আগামী কাল স্থানীয় সবজি হাট, এজন্য প্রচুর জনসমাগম ঘটে, সেই সমাগম থেকে দূরে থাকতে সরকারি নির্দেশ মোতাবেক হাট, বাজার বন্ধ রাখার অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য আজ বিকেল পাঁচটা থেকে ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ রাজ্যের অন্যান্য এলাকার মতো বীরভূমের সমস্ত পৌরসভা এলাকায় লকডাউন লাগু হচ্ছে। আপনারা ও সরকারি নির্দেশ মেনে কয়েকটি দিন গৃহবন্দি থাকুন, দেশের স্বার্থে দশের স্বার্থে সেই আহ্বান জানান লোকপুর থানার পক্ষে এসআই প্রশান্ত শিকদার। এদিন বিকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন স্থানে বক্তব্যের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে কি কি করবেন,কি কি করবেন না তাহা জনসমক্ষে তুলে ধরেন। ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ছাড় থাকছে, বিশেষ প্রয়োজন না হলে বাড়িতে গৃহবন্দি থাকুন। সরকারি নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যাবস্থা ও গ্রহন করা হবে। বিশেষ উল্লেখযোগ্য করোনা ভাইরাসের ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। একত্রে সাতজনের বেশি ব্যাক্তি জমায়েত করা নিষেধ সহ সরকারি নির্দেশিকা সমস্ত শোনান।