মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

উন্নয়নের ধারায় জাপাও অংশীদার: শেখ হাসিনা

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার


সরকারের অংশীদার সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ও দলটির কিছু শরীক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে সংলাপ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ সংলাপে জাপার ২০ ও অন্য শরীকদলের ১৩ জনসহ মোট ৩৩ সদস্যর প্রতিনিধি অংশ নেয়। সরকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের শীর্ষ বেশ কয়েক নেতা ও সরকারদলীয় জোট ১৪ দলীয় জোটের কয়েক নেতাও এ সংলাপে উপস্থিত আছেন।


সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, যেহেতু সামনে নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে সব দলের সঙ্গে আমরা মতবিনিময় করছি। আমরা চাই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে।


তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তিনি দেশকে উন্নতির পথে নিয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছে সেখান থেকে আমরা দেশকে উন্নয়নশীল  দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি, জাতির পিতার আদর্শের পথ ধরে।


প্রধানমন্ত্রী বলেন, আমাদের এ পথযাত্রায় আপনারা (জাতীয় পার্টি) পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমরা একসাথে এ দেশকে এগিয়ে নিয়ে গেছি। আজকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।


তিনি বলেন, নির্বাচন মানুষের ভোটের অধিকার, সে অধিকারটা তারা প্রয়োগ করবে। আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের কাজ দেশের মানুষের সেবা করা এবং দেশকে উন্নত করা আমরা  সেভাবেই দেশকে উন্নত করেছি। এক উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে সেটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের রাখতেই হবে।


সংলাপে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্ব দলের শীর্ষ নেতারা ছিলেন। জাতীয় পার্টির পক্ষে এইচএম এরশাদ, রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষ  নেতারা সংলাপে অংশ নেন।
/এফসি